নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামের একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে বাড়ির জিনিসপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, ওই গ্রামের মহিদুর রহমান মুহিদ মিয়ার বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এসময় ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে।