বিনোদন ডেস্ক : চীনের অন্তর্গত ম্যাকাউতে গত নভেম্বরে একটি কনসার্ট করে জেনিফার লোপেজ আয় করেছেন বিপুল অঙ্কের অর্থ। মাত্র ৪০ মিনিটের একটি কনসার্ট। এতেই আয় হয়ে গেল সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার। গত মঙ্গলবার লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিন থেকে এ তথ্য পাওয়া গেছে। একটি পারিবারিক অনুষ্ঠানে গ্রান্ড হায়াত ম্যাকাউ হোটেলে তিনি এই কনসার্ট করেন। বেশ কয়েকটি গান গেয়ে মাতিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের।
তবে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার ব্যক্তিগত পারশ্রমিক হিসেবে নিয়েছেন লোপেজ। অন্যান্য খরচ আলাদাভাবে বহন করতে হয়েছে অনুষ্ঠান আয়োজনকারীদের।