মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : টানা বর্ষণে সিলেটের বিশ্বনাথের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধানের প্রায় ৮শত হেক্টর ফসলী জমি। রাস্তা, ঘাট, বিদ্যালয়, ঘর, বাড়িতে প্রবেশ করেছে পানি। সুরমা নদীর বাঁধ ভেঙে উপজেলার লামাকাজি ইউনিয়নে সবকটি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে নিম্মাঞ্চলের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে জানাগেছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
উপজেলার প্রায় ৮টি ইউনিয়নের প্রায় জায়গায় আমন ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন দুঃচিন্তায়। জানাযায়, উপজেলার আটটি ইউনিয়নের আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষনে এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বর্ষণের ফলে এলাকার জন-জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বিপাকে রয়েছেন শ্রমজীবি মানুষ ও শিক্ষার্থীরা। জরুরী কাজ ছাড়া মানুষজন বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে যারাই বের হচ্ছেন তারা ছাতা নিয়ে বের হতে দেখা যায়। গত তিন দিন ধরে একবারও সূর্য্য দেখা মিলেনি।
কেশবপুর গ্রামের একেএম দুলাল বলেন, সবকটি গ্রামে পানি ঢুকছে। অনেকের বাড়ি ঘরে প্রবেশ করেছে পানি। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে দ্রুত ক্রাণ পৌছে দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
কৃষি অফিস সূত্র জানায়, প্রায় ৮ শত হেক্টর আমন ধানের ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলা লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন রামপাশা ইউনিয়ন ছাড়া অন্য কোন ইউনিয়নে ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, উপজেলার প্রায় ৬শত হেক্টর আমন ধান তলিযে গেছে। এলাকা পরিদর্শন করতে বের হয়েছেন বলে তিনি জানান।