বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা শাহজিরগাঁও গ্রামের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আদালতের নির্দেশে যুবদল কর্মী রফিক মিয়ার দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়সহ ১০ জনকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম (দ্রুত বিচার) আদালতের বিচারক উম্মে শরাবান তহুরার আদালতে অভিযুক্তরা হাজির হয়ে জামিন চাইলে, আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
ফয়জুল ইসলাম জয় ছাড়া জেল হাজতে প্রেরণকৃত অন্যান্যরা হলেন-উপজেলার শাহজিরগাঁও গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া, ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়ের পিতা একই গ্রামের সোনফর আলী, ভাই নজরুল ইসলাম, কামরুল ইসলাম, শ্রমজীবি আয়না মিয়া, আবদুল খালিক, সাবুল মিয়া, রুপালী মিয়া, লিটন আহমদ।
মামলার আরেক অভিযুক্ত যুক্তরাজ্য প্রবাসি দুদু মিয়া পলাতক রয়েছেন।
অভিযুক্ত পক্ষের আইনজীবি সিরাজুল ইসলাম এর সত্যতা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জুলাই রাতে উপজেলার শাহজিরগাঁও গ্রামের বৈঠকে যুবদল কর্মী রফিক আলী ও প্রবাসী মানিক মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এনিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে।