মোঃ রহমত আলী ॥ ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ সুতাং এলাকায় অটোরিক্সায় (টম টম) যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষে প্রাণ কোম্পানীর শ্রমিক আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনাণ্যদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, রোববার সকালে সুতাং এলাকার টম টম চালক জয়নাল মিয়া উল্লেখিত স্থান থেকে প্রাণ কোম্পাণির শ্রমিক নাছির মিয়া (২৫) কে তার টম টমে উঠায়। এসময় একই গ্রামের টম টম চালক মের আলী জনাব আলীকে জানায় নাছির উদ্দিন তার যাত্রী।
এ নিয়ে দুই টম টম চালকের মাঝে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে দুই চালকের পক্ষাবলম্বন করে স্থানীয় লোকের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রাণ কোম্পানীর শ্রমিক নাছিরসহ ৫ ব্যাক্তি আহত হয়।