নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে মোবাইল ফোনে কলেজ ছাত্রীকে অশ্লীল ম্যাসেজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগে শহরের চৌধুরী বাজার থেকে পান সুপারী ব্যবসায়ী রকি (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে ডিবির এস আই সুদ্বিপ রায় ও সদর মডেল থানার এস আই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত যুবক শহরের উমেদনগর গ্রামের ফুল মিয়ার পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃত যুবক পান সুপারী ব্যবসায়ী রকি নাতিরাবাদ এলাকার শাহজাহান মিয়ার কলেজ পড়ুয়া কন্যাকে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ম্যাসেজ ও প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি জানতে পেরে শাহজাহান তার সাথে মোবাইল ফোনে আলাপচারিতা করলে রকি তাকে প্রাণ নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে তিনি বাদী হয়ে মোবাইল নম্বারটি উল্লেখ করে সদর থানায় গত ২১ আগস্ট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শাহজাহানের দায়ের করা অভিযোগ পত্রটি ডিবির কাছে প্রেরণ করলে এস আই সুদ্বীপ রায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে রকিকে চৌধুরী বাজার থেকে আটক করে।
এ ঘটনায় শনিবার রাত ৮টায় উমেদনগর গ্রামের মুরুব্বিদের হস্তক্ষেপে মুছলেকা রেখে তাকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে, সদর থানায় আটককৃত রকির ছবি তুলতে গেলে সে সাংবাদিক ও পুলিশকে জানায়, সে প্রতারণার শিকার হয়েছে, তার মোবাইল দিয়ে একই এলাকার সাজু মিয়া নামে অপর এক যুবক ওই ছাত্রীকে ম্যাসেজ দেয় এবং তার পিতাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে রকিকে মুছলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।