সিলেট: সিলেটের ওসমানীনগর থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শায়েস্তাগঞ্জের এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার সকাল ৮টায় মেজর হুমায়ুন কবীরের নেতৃত্বে উপজেলার কচুপুরাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জালাল মিয়া (২০) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
আটকের সময় দু’টি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।