খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ায় চুনারুঘাট পৌর মেয়রের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় চুনারুঘাট পৌরসভার কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু।
এতে অন্যান্যদের মঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, ফারুক মাহমুদ, এসএম সুলতান খান, এস আর রুবেল, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, আব্দুল হান্নান, আব্দুল খালেক আলাই, তাজুল ইসলাম কাজল, রহম আলী, কামাল উদ্দিন মিলন, হরমুজ আলী, ইউনুছ আলী, মহিলা কাউন্সিলর ফেরদৌস বকুল, মীর সুফিয়া আমিন বেবী, মাশকুরা আক্তার পাবনা, পৌর হিসাব রক্ষক রেজাউল করিম, আবু তাহের ও মোঃ ছিদ্দিক আলী প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৭ আগষ্ট বাংলাদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের পৌর ২ শাখার বিগত ৩১-৫-১১ইং তারিখের ৮১১নং স্মারক মূলে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভাকে ‘খ’ শ্রেণী হতে ‘ক’ শ্রেণীর পৌরসভার উন্নীত করা হয়।