বানিয়াচঙ্গ (হবিগঞ্জ)প্রতিনিধি :হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউ.পি’র ভার্নারেভল গ্রুফ ডেভলাপমেন্ট (ভিজিডি) এর ১ শত ২১ জন দু:স্থ মহিলাদের মাঝে ১ শত ২১ বস্তা চাল বিতরন করলেন ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বানিয়াচঙ্গ খাদ্যগুদাম চ্বত্তরে ভিজিডি চাল বিতরনের পূর্বে সরকারের নতুন নীতিমালার আলোকে ভিজিডি চাল বিতরনের সিদ্ধান্তকে অত্যন্ত যুগোপযুগী ও স্বচ্ছতার বহি:প্রকাশ উল্লেখ করে বক্তৃতা করেন চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
সরকারের সর্বশেষে নির্দেশিত নীতিমালা অনুযায়ী ৩০ কেজি চালের চটের বস্তা গ্রহন করে দু:স্থ মহিলাদের মধ্যে সঙ্গে সঙ্গে খাদ্যগুদাম চ্বত্তরেই বিতরন করেন।
বিতরনকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার সুলতান আহমদ, ইউ.পি সদস্য সৈয়দ আব্দুল মোনায়েম, ধন মিয়া, আলিম উদ্দিন, রুনা আক্তার, ইউ.পি সচিব মোঃ আলফাজ উদ্দিন, ইউডিসি উদ্যোক্তা মোঃ ফারুক আহমদ, ৪নং ইউ.পি উদ্যোক্তা আনছার আলী ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।