নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের রাস্তা বিসি দ্বারা উন্নয়নের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এবং পৌরসভার বাস্তবায়নে উক্ত উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সংশ্লিষ্ট ওর্য়াড কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর রেখা রানী আচার্য্য, প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, ঠিকাদার নির্মলেন্দু দাশ রানা, গ্রামের বিশিষ্ট মুরুব্বী অরুন ভট্রার্চায্য, শিক্ষক বদিউজ্জামান, মরম আলী, আব্দুল হান্নান, সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী, ফারুক মিয়া, রঞ্জু দাশ, পৌর সভার সার্ভেয়ার মুছা আহমদ, আব্দুল মালিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুল রহমান সুমন, দুলাল মিয়া, প্রনব দেব, সাংবাদিক সলিল বরণ দাশ, মতিউর রহমান মুন্না প্রমূখ।
উল্লেখ্য, ১০ লাখ টাকা ব্যয়ে উক্ত রাস্তা নির্মাণের ফলে অত্র এলাকার মানুষের চলাচলে দূর্ভোগ লাগব হবে আশাবাদ ব্যক্ত করেন গ্রামবাসী। এ জন্য পৌর মেয়রসহ পৌর পরিষদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এলাকাবাসী।