চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অত্যাধুনিক মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও পাঠদান পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ মাশহুদুল কবীর এর নেতৃত্বে উপজেলার ৩০টি প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজের প্রধানদেরকে নিয়ে তিনি রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও পাঠদান পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোঃ জুনায়েদ, গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদার আবিদ, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তৈয়বা খাতুন, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়া, মিরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, শ্রীকুটা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ মাসুম, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, আইয়ূব আলী মাস্টার, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, হাওর অঞ্চলের এ বিদ্যালয়টি সিলেট বিভাগে ডিজিটাল শ্রেণিকক্ষে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রথম হয়েছে।