এস এইচ টিটু,সৌদিআরব থেকে : মদিনায় মোঃ আফজাল হোসেন নামে বাংলাদেশী এক হজ্জ যাত্রীর মৃত্যু হয়েছে। ২৬ আগষ্ট ভোর সাড়ে তিনটায় মদীনার কিং ফাহাদ হসপিটালে বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়।
আফজাল নওগাঁ জেলার সদর উপজেলার উকিল পাড়া গ্রামের আছমত আলীর ছেলে। মৃত আফজাল হোসেনের পাসপোর্ট নম্বর BE ০৭৫০৫৪২ এবং হজ্জ আইডি ০৭৯৮০৪১।
২৫ আগষ্ট তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কিং ফাহাদ হসপিটালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মরহুমের লাশ কিং ফাহাদ হসপিটালের হিমাগারে রাখা হয়েছে।
এই পযন্ত মদিনা হাজির আগমন ৬হাজার ৬শ ১৯ জন। মদিনায় মোট মৃত্যুর সংখ্যা এই নিয়ে ২জন ।