রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

আজমীরীগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, শতাধিক আহত

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

৫৮৯৬৭আজমীরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমীরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ৬০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও বল্লমবিদ্ধ ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজমীরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আল আমজাদ তালুকদার ও তার ভাতিজা চেয়ারম্যান প্রার্থী নলিউর রহমান তালুকদারের মধ্যে নির্বাচনী বিরোধ দীর্ঘদিনের। গত ৪/৫ বছর যাবত উভয়ের মধ্যে এ নিয়ে অসংখ্যবার গ্রাম্য সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে সহ¯্রাধিক। এদিকে এ গ্রুপের দু’নেতা নুর মিয়া ও মোশাহিদের মধ্যে বুধবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকলেই বল্লম, ফিকল, টেটা, হলাসহ দেশীয় অস্ত্র নিয়ে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হয় শতাধিক। এদের মধ্যে বল্লম বিদ্ধ ৬জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আজমিরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৈমুর বখত চৌধুরী জানান আলী আমজাদ তালুকদার ও তার ভাতিজা নলিউর রহমান তালুকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমনে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!