নিজস্ব প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শায়েস্তাগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চান-ফলের চারা বেশী লাগান’ এ শ্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন।
উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মনির, সহকারী অধ্যাপক মোঃ ফখর উদ্দীন, গাজী গোলাম মোস্তফা, নজিবর রহমান, প্রভাষক মোঃ ওলিউল্লাহ জহির, প্রকল্প কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ এবাদুর রহমানসহ কলেজ শিক্ষক, শিক্ষার্থীরা।
পরে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে চারা বিতরণ করাসহ কলেজ ক্যাম্পাসে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।