চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৬ আগষ্ট) দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমন এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চানপুর চা বাগান সংলগ্ন চন্ডিচড়া বাগানের ছড়া থেকে বালু উত্তোলনের জন্য ইজারা প্রদান করা হয়। কিন্তু ইজারাদার চানপুর চা বাগান থেকেও বালু উত্তোলন করে বাগানের ক্ষতি সাধন করেন। এ ব্যাপারে জেলা প্রশাসনকে বিভিন্ন স্থান থেকে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিকে অভিযানকালে হাতেনাতে প্রমাণ পেয়ে ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
প্রসঙ্গত, ১১ আগস্ট চানপুর চা বাগান থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ।
ডানকান ব্রাদার্স এর মালিকানাধীন চানপুর চা বাগানের ব্যবস্থাপক অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য ৩০ জুন জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সর্বশেষ ২১ আগস্ট সাতছড়িতে মানববন্ধন করেন চা শ্রমিকরা।