বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর উদ্যোগে ব্রিটেনের কিথলী ডাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীকে সংবর্ধনা প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ জোনাল এভিপি ইনর্চাজ আবদুল কাদির সুমনের সভাপতিত্বে ও মাওলানা সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ সিলেট অফিসের এভিপি ইনচার্জ মতিউর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন,ব্রিটেনের কাউন্সিলর নেছার আলী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোস্তাক হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কবিরউদ্দিন, এখলাছুর রহমান, জুনাব আলী, আবদুল গফুর, আবদুল আলী প্রমূখ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।