হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে হতদরিদ্র অসহায় এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। অসহায় মুক্তিযোদ্ধা শাহরাজ মিয়া মাধবপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
মুক্তিযোদ্ধা শাহরাজ মিয়া জানান, তার বাড়ির কলা গাছ থেকে জোর করে কলা কেটে নিতে চাইলে তিনি বাধা দেন। এর জের ধরে গত রোববার রাতে জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সুমন (২৫), মনা মিয়া(৪০), জয়নাল (৩৫) নামে একদল সন্ত্রাসী রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলে জিয়া উদ্দিন, ভাতিজা রুবেল মিয়া মার ধরের শিকার হন। সুফিয়া খাতুন জানান, মুক্তিযোদ্ধা শাহরাজকে অমানবিকভাবে মারপিট করে রক্তাক্ত জখম করেছে। উল্টো পরদিন সোমবার সন্ত্রাসীরা থানায় গিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু মিয়া বলেন, একজন অসহায় মুক্তিযোদ্ধাকে যারা অমানবিক ভাবে মারপিট করেছে দ্রুত তাদের গ্রেফতার না করা হলে এর প্রতিবাদে আন্দোলন করা হবে।