মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥
দীর্ঘ ৪৫ বছর পর নির্বাচনে বিজয়ী হয়ে বিয়ে করার ঘোষনা দিলেন বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী আল হেলাল আহমদ। তিনি ইতি পূর্বে ৪বার ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হতে পারেন নি। বারবার নির্বাচনে পরাজিত হয়ে তিনি ঘোষনা করেছিলেন বিজয়ী না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। গতকাল ওই ওয়ার্ডের উপ- নির্বাচনে তিনি অংশ নিয়ে ৬শত ৬০ভোট পেয়ে বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর পরই ভোট সেন্টারের আগত হাজার হাজার মানুষের সামনে বিয়ে করার ঘোষনা দেন।
জানযায়, ৯নং বাউশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রহমত উল্লার মৃত্যুতে শূন্য হলে উপ- নির্বাচনে ওই ওয়ার্ডের ৩জন প্রার্থী অংশ গ্রহন করেন।
নির্বাচনে আল হেলাল আহমদ ভ্যান গাড়ি মার্কায় ৬শত ৬০ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাছিতুর রহমান চৌধুরী মরিচ ৪২৩ ভোট ও আব্দুল বারিক টর্চ লাইট ৩১২ভোট পান। ওই ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা এস আই ধর্মজিৎ সিনহা উপরে উল্লেখিত সংবাদটি জানান।
বিজয়ী প্রার্থী আল হেলাল আহমদ বলেন, জনগণ এবার ভোটের মাধ্যমে বিয়ের সম্মতিদিয়েছে। আমি অচিরেই বিয়ে করবো।