এস এইচ টিটু,সৌদিআরব থেকে : চলতি বছরের হজ্বকে সামনে রেখে মার্স ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব সরকার।পবিত্র মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে এপিডেমিওলজিক্যাল সার্ভেলেন্স সিস্টেম।সৌদি আরবের উপস্বাস্থ্যমন্ত্রী আব্দুল আজিজ বিন-সাইদ ও স্বাস্থ্য বিষয়ক সহকারী উপমন্ত্রী আব্দুল্লাহ এম আসিরি আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ন্যাশনাল গার্ড হাসপাতালে মার্স সংক্রমণ প্রতিরোধে গৃহিত পদক্ষেপগুলো নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উভয় মন্ত্রী।
উপস্বাস্থ্যমন্ত্রী আব্দুল আজিজ বলেন,ন্যাশনাল গার্ড হাসপাতালে সংক্রমণের বেশ কিছু ঘটনার রিপোর্ট করার পর সেখানে একটি র্যা পিড রেসপন্স টিম পাঠানো হয়।
এছাড়া রাজধানী রিয়াদের সকল হাসপাতালে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।আব্দুল্লাহ এম আসিরি বলেন,মার্স ভাইরাস সংক্রমণের কোন ঘটনা ছাড়াই এটা হচ্ছে চতুর্থ হজ্ব।মার্স ভাইরাস প্রতিরোধে আসন্ন হজ্ব মৌসুমের নিরাপত্তা পদক্ষেপ হিসাবে মক্কা মিনা ও আরাফাতে তিনটি এবং মদিনাতে চারটি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে বলে জানান আসিরি।
উল্লেখ্য,মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম(মার্স)ভাইরাসে গত শনিবার পর্যন্ত সৌদি আরবে নতুন করে আরও ০৭ জন আক্রান্ত হয়েছেন।