মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সদরের কাটিয়ারা এলাকা থেকে সোমবার সকালে সোনাই নদী থেকে এক অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে থানার এসআই মহসিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এসআই মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে লাশের গায়ে পুরাতন আঘাতের চিহ্ন রয়েছে।