এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে হজ করতে গিয়ে আরো দুই বাংলাদেশি হজ যাত্রী মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।রোববার রাতে তারা মারা যান।
নিহতরা হলেন, গাজী রহমান (২৩ আগস্ট) ৫টার দিকে মক্কায় মারা যান। তিনি এবছর এভিয়েনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে হজ পালনের জন্য গত ২০ আগষ্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৫৩২৩ ফ্লাইটে জেদ্দা আসেন।
অপরজন কাজিম উদ্দিন রোববার (২৩ আগস্ট) রাত ১টা ৩০মিনিটের দিকে মক্কায় মারা যান। তিনি গত ১৯ আগস্ট হজ পালনের উদ্দেশ্যে সৌদি এয়ারলাইন্সের এসভি ৫২০৯ ফ্লাইটে জেদ্দা আসেন।
মক্কা বাংলাদেশ হজ মিশন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে হজে গিয়ে তিন বাংলাদেশি হজযাত্রী মারা যান।