স্বপন তরফদার : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অদ্য ২৩ আগস্ট ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ শ্যামনগর বিওপি এবং কসবা বিওপি অভিযান পরিচালনা করে ২০০ কেজি ভারতীয় জিরা আটক, মুকুন্দপুর বিওপির টহলদল সেজামুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালন ২৮০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি আটক এবং গোসাইস্থল বিওপির টহল দল বিশেষ অভিয়ান পরিচালনা করে ২৪ বোতল হুইস্কি আটক করা হয়।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি ভারতীয় জিরা, ভারতিয় বিড়ি এবং বিভিন্ন প্রকার হুইস্কি আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।