স্টাফ রিপোর্টার ।। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে রবিবার দুপুরে রাস্তা পারাপারের হওয়ার সময় মিতালী বাসের নীচে চাপা পড়ে ফয়ছল আহমেদ (১৭) নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। সে নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ওই দিন নিহত ফয়ছলকে নিয়ে তার পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ীর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পথিমধ্যে মহাসড়কের উপরে উল্লেখিত স্থানে রাস্তা পারাপার করার সময় সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মিতালী পরিবহনের তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।