সিলেট প্রতিনিধি : এবারের পবিত্র হজ উপলেক্ষ সিলেট থেকে ৩টি ফ্লাইট সরাসরি জেদ্দা যাবে। প্রথম ফ্লাইট ৩১ আগস্ট। এছাড়া ৮ ও ১৩ সেপ্টেম্বর আরও দু’টো ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। তিন ফ্লাইটে প্রায় ১২শ’ যাত্রী হজ পালনে পবিত্র মক্কা নগরীতে যাবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এই তথ্য জানিয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কমার্শিয়াল অফিসার ও হজ ফ্লাইট তদারক কর্মকতা মো. আকবর আলী হাওলাদার জানিয়েছেন- সিলেট থেকে তিনটি ফ্লাইট ছাড়ার ব্যাপারে ঢাকায় প্রস্তাব করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ আগস্ট এবং ৮ ও ১৩ সেপ্টেম্বর ফ্লাইট শিডিউলের দিন নির্ধারণ হয়েছে। তবে সময় এখন নিশ্চিত করা হয়নি।
প্রথম ফ্লাইটে (বোয়িং ৭৭৭) এখন পর্যন্ত ৪০৯ জন যাত্রী টিকিট নিশ্চিত হয়েছে জানিয়ে তিনি বলেন- পরবর্তী ফ্লাইটের যাত্রী এখনও নিশ্চিত হয়নি। কোনো কারণে যাত্রী না পেলে ফ্লাইট সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
প্রথম ফ্লাইটের বিমানটি বেলা ১টার দিকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে সিলেট থেকে ঠিক কয়টায় জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে তাও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে এই কর্মকর্তা জানান।