সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের সদর উপজেলার শায়েস্তাগঞ্জ বিভিন্ন সড়কে যানযট নিরসন ও সার্বিক আইন-শৃংখলা উন্নতিকল্পে সংশ্লিষ্ট সকলের সমম্বয়ে মতবিনিময় ও পরামর্শ সা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে অডিটেরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী আয়োজনে শায়েস্তাগঞ্জ বিভিন্ন সড়কে যানজট নিরসন ও আইন শৃংখলা উন্নতি কল্পে সংশ্লিষ্ট সকরের সমন্বয়ে মতবিনিময় ও পরামর্শ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সমপাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ খান, দাউদ নগর বাজার ব্যকস সভাপতি মোঃ করম আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি মোঃ ছালেক মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, কাউন্সিলর মাসুদুজ্জামান মাসুক, পৌর যুবলীগ সভাপতি ফজল তালুকদার, শায়েস্তাগঞ্জ থানা এস আই মোবারক হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হারুনুর রসিদ হারুন সাই, অর্থ সম্পাদক সৈয়দ আখরাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ পৌরসভা সহকারী প্রকৌশলী কাজী আবু ওবায়েদ, হবিগঞ্জ মটর মালিক গ্রুপ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কালাম চৌধুরী, সদস্য সহিদুল ইসলাম রুবেল, শায়েস্তাগঞ্জ জীপ মালিক-শ্রমিক সমিতি নেতা আঃ মুকিত, মোঃ সিতার মিয়া, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিএনজি মালিক সমিতির নেতা মোঃ রজব আলী, চান্দ আলী মেম্বার, শ্রমিক নেতা শহিদুল হক, ট্রাক ও ট্যাং লরি নেতা মামুন মিয়া, আক্কাস আলী, জুসেফ আলী, আক্তার মিয়া, মহিবুল ইসলাম শাহিন, ট্রাক্টর মালিক ও ঐক্য পরিসদের নেতা জামাল মিয়া মেম্বার, জয়নাল আবেদীন, হবিগঞ্জ জেলা ট্রাক্টর ও ট্যাং লরি সহ-সম্পাদক আওলাদ হোসেন, চালক সমিতির সাপতি তাজুল ভান্ডার, মুখলেছুর রহমান হেলাল প্রমুখ।