নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল আলম দিলদার হবিগঞ্জে সাংগঠনিক সফর করেছেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে এসে পৌছলে জেলা নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি এস এম খোকন, শায়েস্তাগঞ্জ শাখার আব্দুল রকিব ও ফিরোজুল আলম চৌধুরী।
পরে মহাসচিব ড. সাইফুল আলম দিলদার মানবাধিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং হবিগঞ্জে এর কার্যক্রম জোড়দার করার পরামর্শ দেন।