নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জে ২১ আগস্ট গ্রেণেড হামলার ১১ বছর উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী।
জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ এর পরিচালনায় আলোচনায় অংশ নেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ, অ্যাডভোকেট আবুল ফজল, আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক অ্যাডভোকেট আফিল উদ্দীন, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নাজমূল হাসান, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা নুর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারন সম্পাদক নাবিউর রহমান, রফিকুল ইসলাম, মহিবুর রহমান মাহি, আফরোজ আহমেদ, বাবুল চৌধুরী ও আব্দুল গনি প্রমুখ।
সভায় বলা হয় হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। একই অপরাধী এর পিছনে জড়িত।
এই হামলার মূল পরিকল্পনা ছিল বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে নির্মুল করা। এখনও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জেলের মধ্যে নিরাপদ স্থানে বসেও ষড়যন্ত্র হয়। এ ব্যাপারে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
সবার শুরুতে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।