এস এইচ টিটু, সৌদিআরব থেকে ঃ সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আমবার আলী (৫২) নামে এক বাংলাদেশি হজযাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মদিনার কোরবান রোডে এই দুর্ঘটনা ঘটে ।
নিহত আমবার আলী দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার তালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নম্বর-BE0246159 এবং হজ আইডি নম্বর-৯৯৬২৮৮৩।
নিহতের লাশ মদিনার মিকাত হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এর আগে লিকয়াত আলি নামে আরও একজন হজযাত্রী মারা যান। যার পাসপোর্ট নম্বর ছিল BF0258520।
এ নিয়ে চলতি বছর বাংলাদেশি দুইজন হজযাত্রী মারা গেলেন।