ডেস্ক : আবহাওয়া যেমনই হোক না কেন প্রায় প্রত্যেকেই ব্রণ নিয়ে সমস্যায় ভোগে থাকেন। তবে বয়ঃসন্ধিকালে বেশিরভাগ ছেলেমেয়ের এই সমস্যা একটু বেশিই হয়ে থাকে। শুধু তাই নয়, যাদের তৈলাক্ত ত্বক, তারাও এই সমস্যায় ভুক্তভোগী। অনেক সময় ব্রণ সেরে গেলেও দাগ কিন্তু থেকে যায়।
তাই জেনে নিন ব্রণের দাগের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু সাধারণ উপায়।
* যখনই রোদে বেরোবেন, সানস্ক্রিন মাখুন। যারা রোদে কম ঘোরাঘুরি করেন, তারা খুব সহজেই মুক্তি পান এই সমস্যা থেকে।
* ব্রণের দাগ কমাতে লেবুর রস অন্রক উপকারী। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দাগ ছোপ দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল।
* ব্রণ দাগ দূর করতে মধুও ভীষণ উপকারি। অ্যাসপিরিনের সঙ্গে মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। অ্যাসপিরিনে প্রচুর পরিমাণে স্যালিসাইলিক অ্যাসিড থাকে। এবার প্যাকটি ভালো করে মুখে লাগান। এভাবে মিনিট পনেরো রেখে দিন। পার্থক্যটা বুঝতে পারেবেন।
* পুদিনা পাতার রসের সাথে সামান্য হলুদ মিশিয়ে নিন। ত্বকের ওপর লাগান, বিশেষ করে ব্রণের দাগের ওপর। ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। খুব দ্রুত ব্রণের দাগ দূর করতে এই পদ্ধতিটি ব্যবহার করুন।