মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার শাহপুর গ্রামে দুই মেম্বারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হয় সংঘর্ষ রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর, দোকান পাঠ, ভাংচুর ও লুটপাট করা হয়। জানা যায়, উপজেলার মক্রমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আতাউর রহমান চৌধুরী ও সাবেক মেম্বার শাহজাহান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে আতাউর রহমানের গোষ্ঠী নিয়ামত আলী, সিদ্দিক মিয়ার সাথে শাহাজাহান মিয়ার গোষ্ঠীর হিফজুর রহমানের বাকবিতন্ডা হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এর জের ধরে বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হয়। গুরুতর আহতাবস্থায় মনির হোসেন, মুকিদ মিয়া, সঞ্জব আলী, ফজল মিয়া, আব্দুল হাই, আমির হোসেন, মিসির আলী, নুরুল ইসলাম, আমিন মিয়া, আব্দুল হক, জাহির মিয়া, জামির মিয়া, জাকির হোসেন, সামসুল হক, শান্ত, বদরুল, বাসির, শাহজাহান, শাহিন, ইয়াহিয়া, ওয়াবাদুলসহ অন্তত অর্ধশতাধিক লোককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।