হামিদুর রহমান,মাধবপুর থেকে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিল সহ একটি মোটর সাইকেল আটক করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি ) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, সোমবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার হরষপুর-তেলিয়াপাড়া নোয়াহাটি সড়কের সীমান্তবর্তী গ্রাম জালুয়াবাদ এলাকা থেকে ফেনসিডিল ও মোটর সাইকেল(ঢাকা মেট্রো এইচ এ ১১-০৪৭৭) আটক করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।
আটককৃত ফেনসিডিল ও মোটর সাইকেলের সরকারী মূল্য নিধারর্ণ করা হয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৬ শ টাকা এ ঘটনায় নায়েব সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে দুই চোরকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা করেছে।
এ দিকে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি ) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন আরও জানান,একই দিন বাল্লা সীমান্ত ফাঁড়ির সদস্যরা চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এবং চনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।