আজিজুল হক নাসির,চুনারুঘাট প্রতিনিধি :
চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চল খোয়াই নদী পার হয়ে
১০নং মিরাশী ইউনিয়নের পাকুরিয়া,নিশ্চিন্ত পুর,গাতাবলা বাজার,আমতলা,লাতুর গাঁও হয়ে ১নং গাজিপুর ইউনিয়নের বাসুল্লা বাজার পর্যন্ত পাকা সড়কটি প্রায় ৮ কিলোমিটারের মত।
যে রাস্তা দিয়ে সি এন জি চালিত অটো রিক্সা,টমটম খ্যাত ব্যাটারী চালীত অটো রিক্সা,পুলিশের পিক আপ,পর্যটকদের মাইক্রো,ট্রাক্টর ,মোটর সাইকেল,বাইসাইকেল ,রিক্সা,ভ্যান ইত্যাদি যান বাহন চলাচল করে।
গত ১৬/০৮/২০১৫ইং সড়কটি সরেজমিনে পর্যবেক্ষণ কালে দেখা যায়, পুরু সড়ক জুড়ে যান চলাচলের জন্য নাম মাত্র জায়গা ফাঁকা রেখে দু পাশ দিয়ে কাটা ধানের স্তুপ,মেশিন দ্বারা ধান মাড়াই করন,ধানের ময়লা অপসারন,ধান ও খড় শুকানো সহ ধান কাটার পর যাবতীয় পরিচর্যা চালাচ্ছেন কৃষকরা যা দেখলে মনে হয় ,এ যেন যান চলা চলের সড়ক নয় ধান সংরক্ষণ প্রক্রিয়ার মাঠ।
আবার ফাঁকে ফাঁকে গরু ছাগল খুঁটায় বেঁধে রেখে গাছের চারা গুলোকেও নষ্ট করা হচ্ছে অবাদে।
উল্লেখিত তারিখে চুনারুঘাট রিপোর্টাসর্ ইউনিটির কয়েকজন সদস্য বাহী মাইক্রোটি বিশ মিনিটের রাস্তা পার হতে সময় নেয় আড়াই ঘন্টা।
কৃষকরা ও মাড়াই মেশিনের মালিকগন গাড়িটিতে প্রশাসনিক কেউ আছেন মনে করে যার যেখানে যা ছিল তা সেখানে রেখেই পালিয়ে যান।
এ ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে কথা বলতে চাইলে সবাই এড়িয়ে যান।নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিক্সা ড্রাইভার জানান,রাস্তাটিতে গত ১৫দিন থেকে তারা খুবই কষ্ট এবং ঝুঁকি নিয়ে চলাচল করছেন ।
এলাকার মুরুব্বিয়ানদের জানিয়েও কোনো সুফল পাচ্ছেন না। ।গাজিপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আব্দুস সহিদ বলেন, তারা একাধিকবার কৃষকদের অনুরোধ করে ব্যর্থ হয়েছেন। এ মর্মে প্রশাসনিক হস্তক্ষেপ খুবই জরুরী।