প্রেম
-এস এম নিজাম
স্বপ্নরা ওকি দেয়,
জানালার পাশে.
তোমার ছবি শধু,
চোখে চোখে ভাসে.
রাতে করে জ্বলমল,
চাদেঁর কিরন.
প্রতিক্ষন হয় শুধু,
তোমায় স্বরন.
নিজামের নদী তুমি,
আলেয়ার আলো.
তাইতো লাগে তোমায়,
বিষন ভালো.
তোমার মাঝে যেন,
খুজে পাই প্রান.
কোকিলের সুর আরো,
পাখিদের গান.
প্রতিদিন ভোরে পাই,
কথার মেলা.
হার মানে ঘন্টা,
হয়ে যায় বেলা.
সৃতি
-এস এম নিজাম
ভুলবনা কোনদিন,
হে পৃথিবী.
তোমার মাঝে আমার,
কত যে সৃতি.
তোমার মাঝে আছে,
কোকিলের সুর.
শুনতে ভীষন ভালো,
কত সুমধুর.
তোমার মাঝে আছে,
আলোর মেলা.
রাত পুহালেই আসে,
সুখের খেলা.
তোমার মাঝে আমার,
প্রেমের মনোলতা.
অভাক হুরপরি,
সুনে তার কথা.
যদিও চলে যাব,
আসবনা ফিরে.
মনে হবে সৃতি গুলো,
তুমি পৃথিবীকে ঘিরে.
আমি পারবনা
-এস এম নিজাম
আমি পারবনা কোন দিন,
ভুলে যেতে তোমাকে.
যদিও এ পৃথিবীটা,
কেউ লিখে দেয় আমাকে.
আমি পারবনা কোন দিন,
ভুলে যেতে তোমাকে.
যদি কখনো তুমি,
ভুলে যাবে আমাকে.
আমি পারবনা কোনদিন,
ভুলে যেতে তোমাকে.
যদিও সইতে হয়,
কষ্ট যন্তনা আমাকে.
আমি পারবনা কোনদিন,
ভুলে যেতে তোমাকে.
যদিও শত অপবাদ ,
সইতে হয় আমাকে.
কারন তুমিযে আমার,
হ্নদয়ের ভালবাসা.
তুমি আমার জীবন মরন,
তুমি আমার আশা.
সপ্ন
-এস এম নিজাম
বয়স আমার অল্প ছিল, সপ্ন ছিল বেশি.
সপ্নের কথা সুনে লোকে, করত
হাসাহাসি.
তবো আমি হাল ছারিনি,
সপ্ন দেখা থেকে.
সপ্ন একদিন সত্তি হবে,
জানত কি ভাই লোকে.
সপ্ন ছিল কলেজ যাব, যাব সবার সাথে.
কাদেঁ একটা বেগ জুলবে, বই থাকবে
হাতে.
সপ্ন আমার একটা বাড়ী, হবে মনের
মত.
সেই বাড়ীতে রাকব জিনশ.
থাকব সুখে কত,
সপ্ন আমার মায়ের হাসি,
সপ্ন বাবার মুক.
সপ্ন গুলো সত্তি হচ্ছে,
মনে পাচ্ছি সুখ
লেখক : এস এম নিজাম