হামিদুর রহমান,মাধবপুর থেকে : মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান,রবিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক ছায়েদুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
এদিকে একই রাতে বাল্লা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবুল কালামের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান চুনারুঘাট উপজেলার টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
তিনি আরও জানান,বিজিবির পৃথক অভিযানে উদ্ধারকৃত মোট ৬৪ বোতল মদের সরকারী মূল্য নিধারর্ণ করা হয়েছে ৯৬ হাজার টাকা।