নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল মিলাদ মাহফিল, দোয়া, রচনা প্রতিযোগীতা, শোক র্যালি ও আলোচনা সভা। গতকাল শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এ.জেড.এম শাহেদুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সভাপতি ডা: শাহ আবুল খায়ের, কলেজের দাতা সদস্য আব্দুল মুহিত চৌধুরী, উদ্যোক্তা সদস্য ইলিয়াছ মিয়া,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, হাজী মাহমুদ মিয়া, ইউপি ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন লাল, শ্রমিক নেতা লুৎফুর রহমান, কলেজের প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন, এম.এ মোশাররফ মিটু, আব্দুল মুহিত, তাহমিদ আহমেদ, তোফায়েল চৌধুরী, আবু তাহের, দোলন দেব, মোঃ আলী আমজাদ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।