হামিদুর রহমান,মাধবপুর থেকে-মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের গৃহবধু কে নির্যাতনের ঘটনা শালীসে নিষ্পতি এবং ইউপি সদস্যের বিরোদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণীত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রমিজ উদ্দিনের সাথে ২৫/২৬ বছর পূর্বে বিয়ে হয় একই গ্রামের তৈয়ব আলীর মেয়ে হেলেনা আক্তারের। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটছিল । এরই মধ্যে তাদেও ঘর আলো ৩ টি সন্তানের জন্ম হয়। সম্প্রতি কিছু দিন তাদেও স্বামী স্ত্রীর মধ্যে মনো মালিন্য দেখা দেয়। এক পর্যায়ে হেলেনা আক্তার বাদী হয়ে তার স্বামী রমিজ উদ্দিন,শ্বশুড়,শ্বাশড়ী ও স্বামীর বাল্য বন্ধু স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন মাসুকের বিরোদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করে। বিষয়টি মীমাংসা করার লক্ষ্যে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে শনিবার সকালে শালীস বৈঠক অনুষ্ঠিত হয়।
শালীস বৈঠকে শালীসকারীদের পর্যালোচনায় ও স্বাক্ষী প্রমাণীধিতে হেলেনা আক্তার তার স্বামী,স্বামীর বন্ধু ইউপি সদস্য আমজাদ হোসেন মাসুক,শ্বশুড় ও শ্বাশুড়ীর বিরোদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণীত হয়। স্থানীয় শালীসকারীদের উপস্থিতিতে হেলেনা আক্তার ইউপি সদস্য আমজাদ হোসেন মাসুকের বিরোদ্ধে মিথ্যা অভিযোগ করায় ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎতে পূর্ণরায় এ রকম ভুল না করার অঙ্গিকার করেন। শালীস বৈঠকে অন্যানদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আপন মিয়া,আজহার উদ্দিন ভূইয়া,আব্দুল খালেক,তোফাজ্জল হোসেন ছুরুক,মজিদ মেম্বার,ওহাব মেম্বার,শানু ভূইয়া,ওসমান গণি,সুরুজ মিয়া,আব্দুল মোতালিব প্রমুখ।শালীস বৈঠকটি পরিচালনা করেন ইউপি সদস্য আব্দুর রশিদ।