মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চুনারুঘাট পৌর শহরে এক শোক র্যালী বের করা হয়। পরে দুপুর ১২টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাব্বির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল প্রমুখ।
দুপুর ১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।