চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপনির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা তাঁদের পছন্দের পৌরপিতা নির্বাচিত করতে ভোট দিয়েছেন। নির্বাচনের ফলাফল কেমন হবে, তা নিয়ে প্রার্থী-সমর্থকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আছে। কে হাসবেন শেষ হাসি? কে পড়ছেন বিজয়ের মুকুট এ নিয়ে ভোটারসহ সাধারণ মানুষের মাঝে প্রশ্নের শেষ নেই।
এ নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
এদের মাধ্যে নাজিম উদ্দিন শামসু (তালা), সাইফুল আলম রুবেল (চশমা), এসকে ইফতেখারুল গনি খায়রু (দোয়াত-কলম), আফসার মিয়া চৌধুরী (আনারস), জিল্লুলুল কাদির লস্কর (কাপ-পিরিচ), আবদুল্লা আল মামুন (মাইক)।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে মেয়র পদ শূন্য হয়।