শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে এক ট্রাক্টর চালককে ২ মাসের কারাদন্ড এবং অপর ট্রাক্টর চালককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম।
এ সময় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই আতিকুল আলম খন্দকার, এসআই সামিউল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, এএসআই জুলহাস উদ্দিন, নাসিম আহমেদসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর সময় চুনারুঘাট উপজেলার মুমিনপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শের আলীকে গাড়ি থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু সে আরো বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অল্পের জন্য রক্ষা পান ভ্রাম্যমান আদালতের সাথে দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল। পরে তাকে প্রায় আধাকিলোমিটার দূরে আটক করে পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালত তাকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।
একই অপরাধে চুনারুঘাট উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আতাব উল্লার ছেলে ট্রাক্টর চালক আসকির মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯টি যানবাহনকে ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম।