জুয়েল চৌধুরী ,হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রীরা জীবনের ঝুকিঁ নিয়ে ট্রেনের ছাদে বসে যাতায়াত করছে। ফলে ঘটছে দুর্ঘটনা।
ইতোমধ্যে ট্রেনের ছাদ থেকে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
অনুসন্ধানে জানা যায় প্রতিদিন শায়েস্তাগঞ্জ জংশন থেকে বিভিন্ন জেলায় শত শত যাত্রী যাতায়াত করছে। টিকেট সংকট থাকায় অনেকেই ছাঁদে বসে যাতায়াত করছে। আর এতে করে রেলের কতিপয় টিটিরা জনপ্রতি ৫০/১০০ করে টাকা নিচ্ছে।
অভিযোগ উঠেছে রেলওয়ের অসাধু পুলিশ ও গার্ড নিরাপত্তার দায়িত্বে থাকলেও তারা কোন প্রতিকার নিচ্ছে না। আবার কেউ কেউ দেখেও না দেখার ভান করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন কর্মকর্তা জানান, প্রতিটি ট্রেনের জন্য বরাদ্দ ১০টি টিকেট। কিন্তু শত শত যাত্রী হওয়ায় যে যার মতো করে যাচ্ছে। আমাদের করার কিছু নেই।
গত ১ মাসে ছাদ থেকে পড়ে নোয়াপাড়া, মনতলা ও সাটিয়াজুরিতে ৫ জন মারা যায়। এরপরও এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই।
সরজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ জংশনের ওভারব্রীজ থেকে পাহাড়িকা ট্রেনে যাত্রীরা ছাদে উঠছে। আবার কেউ কেউ ছাদে ঘুমিয়েও পড়েছে। এ অবস্থায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।