রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার গণমানুষের নেতা II শফিকুর রহমান চৌধুরী

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

8896মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার গণমানুষের নেতা। যাঁর কাছে ছিল না জাতি-ধর্ম-বর্ন ভেদাভেদা। আর সেজন্যই তিনি হয়ে ছিলেন সর্বকালের সর্বশ্রেস্ট বাঙালী। বাংলার মানুষকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসতেন বলেই সব সময় বাঙালীদের প্রাপ্য অধিকার আদায়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন।

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার মতোই বাঙালী জাতির উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই এদেশের গরীব-দুংখী-মেহনতি মানুষ নিজেদের প্রাপ্য অধিকার ফিরে পেয়েছেন। অন্য কোন সরকারের আমলে তা সম্ভব হয়নি। তাইতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে আজ দলে দলে মানুষ আওয়ামী লীগে যোগদান করছেন।

 

তিনি গতকাল সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল, যোগদান এবং প্রায় সাড়ে ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

 

খাজাঞ্চী ইউনিয়নের নূরপুর, পূর্বপাড়া, ভাটগাঁও, ফুলছড়ি, পাহাড়পুর, তেলিকোনা, গোবিন্দনগর, মুছেধর গ্রামের ২২২টি পরিবারের সদস্যদেরকে বিদ্যুৎ সেবা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে পাখিছিড়ি গ্রামের আলা উদ্দিন, তেলিকোনা গ্রামের হাজী মোঃ মুক্তাদির মিয়া, ইসলাম উদ্দিন, নোয়াগাঁও গ্রামের হাজী আহমদ আলী, নেছার আলী, বিলপাড় গ্রামের আবদুল গণি, ফয়জুল ইসলাম, কান্দিগাঁও গ্রামের সোনাফর আলী, জয়নগর গ্রামের সমসির মিয়া, পাহাড়পুর (ফুলচন্ডি) গ্রামের আলমাছ আলীর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম খান ও স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর নূর মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, শফিক উদ্দিন স্বপন, ত্রান ও দুর্যোগ সম্পাদক ফজলু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মাহবুব মিয়া, খাজাঞ্চী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ তালুকদার আবদুল কাদির সমজিদ, আওয়ামী লীগ নেতা ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা রঞ্জিত দাশ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান মনর।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, আলকাছ আলী, উস্তার আলী, আবদুস ছত্তার, মকদ্দুছ আলী, আপ্তাব আলী, লিয়াকত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ শাখার এজিএমকম মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা কবির আহমদ কুব্বার, এনামুল হক মেম্বার, আবদুল মতিন, হাজী আবুল হোসেন, ময়না মিয়া, নূর মিয়া, আকদ্দুছ আলী, সমুজ আলী, আফরোজ আলী, ময়না মিয়া, আকরাম মিয়া, ছৈদুর রহমান, পরিমল দাশ, আবদুন নূর, আবদুল মনাফ, জিতু মিয়া, কামাল আহমদ, মন্তাজ আলী, আবদুল গফুর, আবদুল রব, আছাব উদ্দিন, রশিদ আলী, ইউনুছ আলী, নূরুল ইসলাম, হারিছ আলী, শানুর মিয়া, লুৎফুর রহমান, সুমন দেবনাথ, চমক আলী, নজির আহমদ, কামাল আহমদ, ইলিয়াস মিয়া, আবদুল মুহিত, ছুরত আলী, মজর আলী, আলা উদ্দিন, ফারুক আহমদ, মিজাজুল ইসলাম, তৈমুছ আলী, বিদ্যাভূষন চক্রবর্তী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রইছ আলী, সাধারণ সম্পাদক আজমন্দর আলী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক বিজয় চন্দ্র বলাই, সাংস্কৃতিক সম্পাদক আঙ্গুর মিয়া, শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া, দিদার মিয়া, আবু-বক্কও, মশাহিদ আলী, রহিম মিয়া, আলীম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, ফয়ছল আহমদ, জিতু মিয়া, শাহাব উদ্দিন, আশরাফ আলী, দুদু মিয়া, আবদুল মতিন, মাসুক মিয়া, জামাল আহমদ, জয়নুল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু, অর্থ সম্পাদক সেলিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শংকর বিহারী দাশ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি পংকজ বিহারী দাশ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াসুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সহ সভাপতি শাহ মুজিবুর রহমান, সারোয়ার আরেফিন শুভ, ছাত্রলীগ নেতা রাজন আহমদ, ময়নুল ইসলাম, হাবীব আহমদ, আফছর আহমদ, ফয়েজ আহমদ, সুমন আহমদ, সুমন চন্দ্র, রিপন দাস, আহাদ মিয়া, আলী আহমদ, জুবায়ের আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!