হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- রবিবার রাত ৮টার দিকে বিজিবি হরষপুর বিওপির সুবেদার মহি উদ্দিনের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
তিনি আরও জানান, একই দিন রাত ১১টার দিকে বাল্লা সীমান্ত ফাঁড়ির হাবিলদার কালামের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান চুনারুঘাট উপজেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিছ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছেন।