নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বন্দেরবাড়ি এলাকার একটি পুকুর থেকে ডলি বেগম (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ডলি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের লাল মিয়ার স্ত্রী। তারা বন্দেরবাড়ি এলাকার অ্যাডভোকেট আশিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানায়, দুই বছর আগে লাল মিয়ার সঙ্গে একই উপজেলার শিবপাশা দগগাবাড়ি এলাকার সোহেল মিয়ার মেয়ে ডলির বিয়ে হয়। পাঁচ মাসের মেয়ে নাদিয়াকে নিয়ে তাদের সংসার ভালোই কাটছিল। ৭ আগস্ট স্ত্রী-সন্তান নিয়ে বন্দেরবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে ওঠেন লাল মিয়া।
সোমবার সকালে স্থানীয় লোকজন বাসার পাশের পুকুরে ডলির লাশ ভাসতে দেখে হবিগঞ্জ সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, সকাল থেকেই ডলির মেয়ে ও স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।