চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের ৫টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ১ হাজার ১শ ২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮’শ ৫৭ জন। উপজেলায় পাসের হার ৭৫.৯০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭ জন।
চুনারুঘাট সরকারি কলেজ থেকে ৬ জন এবং আমুরোড হাই স্কুল এন্ড কলেজ থেকে ১ জন। এবার চুনারুঘাট সরকারি কলেজ থেকে ৭শ ৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫শ ৪৩ জন। এ কলেজেই পাসের হার সর্ব্বোচ্চ ৭৭.২৪। গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে ২৬০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১শ ৯৭ জন। রানীগাও হাই স্কুল এন্ড কলেজ থেকে ২২জন পরীক্ষা দিয়ে ১৬ জন পাস করেছে, পঞ্চাশ হাই স্কুল এন্ড কলেজ থেকে ৬০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৯ জন।
এছাড়া এ বছর প্রথম বার আমুরোড হাই স্কুল এন্ড কলেজ থেকে ৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬০ জন।