বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাস খাদে পড়ে একজন নিহত ও অনন্ত ২০জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্বনাথ-রশিদপুর সড়কের ইলিমপুর নামক স্থানে এঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের তাৎক্ষনিক নাম জানাযায়নি। তবে নিহত যুবক গাড়ির হেলপার বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিস ও এলাকাবাসী বাসটি খাদে থেকে তুলতে সক্ষম হন। এসময় বিশ্বনাথ-রশিদপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে এলাকাবাসী জানান।
জানাগেছে, বিশ্বনাথ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী যাত্রী বাস (সিলেট-ট-০৪-০১১০) বিশ্বনাথগামী একটি ট্রাক ইমিদপুর নামক স্থানে ক্রসিং করার সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি পার্স্ববর্তি খাদে পড়ে যায়। এতে বাস থাকা যাত্রীরা অনেক চেষ্টা করে বের হয়ে আসেন।
খবর পেয়ে থানা পুলিশ,ফায়ার সার্ভিস কর্মীরা ও এলাকাবাসী বাসটি উদ্ধার করতে ঝাপিয়ে পড়েন। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটি খাদ থেকে তোলা মাত্রই একজনের লাশ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।
তবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরির্পোট দুপুর সাড়ে ১২টায় লেখা পর্যন্ত আর কোনো যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে গাড়ি চলাচলা স্বাভাবিক রয়েছে বলে এলাকাবাসী জানান।
থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার পরিচয় জানাযায়নি বলে তিনি জানান।