মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর সমাজ উন্নয়ন কেন্দেধর মাছচাষী সঞ্জয় সূত্রধরের মূখে সফলতার হাসি। তিনি শেভরন বাংলাদেশের সহযোগীতায় ও আইডিয়া সি.ডি.জি আই প্রকল্পের বাস্তবায়নে পুকুরে মাছ চাষ করে সাবলম্বী হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় মাঠ দিবস উপলক্ষে ̈ দরবেশপুর গ্রামে আলম মিটুর বাড়িতে সমাজ উন্নয়ন কেন্দেধর সভাপতি মোঃ কনা মিয়ার সভাপতিত্বে ও আইডিয়ার মৎস বিশেষজ্ঞ নাইম উদ্দিন জাবেদের পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়। এতে স্বাগত বক্তব্য ̈ ̈ রাখেন, আইডিয়া সি,ডি,জি,আই প্রকল্পের বেবস্তাপক উ৩⁄৪ল দেব, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য ̈ রাখেন, উপজেলা হ ̈াচাড়ী কর্মকর্তা মোঃ আলম, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, আইডিয়া এএলপি ব ̈ব ̄’াপক আবুল কালাম আজাদ প্রমূখ।
উক্ত মাঠ দিবসে চাষী সঞ্জয় সূত্রধর তার ১৫শতক পুকুরে আধুনিক পদ্বতিতে মাছ চাষের সফলতা তুলে ধরেন। মাছের প্রজাতি রক্ষা এবং আমিষের চাহিদা উপর ̧রুত্ব আরোপ কওে অতিথি বৃন্দ। চাষী সঞ্জয় গত ৬মাসে ১৭হাজার ৯শত টাকা পুকুরের মাছ চাষে খরচ করে ২৫হাজার ১শত ৪০টাকা আয় করার সফলতা প্রকাশ করেন। সে পরর্বতীতে আরো বড় পরিসরে মাছ চাষ করতে আগ্রহ প্রকাশ করে। উল্লেখ ̈ ২০১৩সাল থেকে আইডিয়া সবুজয়ান প্রকল্প নবীগঞ্জ উপজেলার দীঘলবাক, ইনাতগঞ্জ ও আউশকান্দি ইউনিয়নের ২২টি গ্রামে শেভরন বাংলাদেশের সহায়তায় কাজ করে যাচ্ছে।