বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্ৰদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে বাহুবল উপজেলা সভাকক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়।
এসোসিয়েশন সভাপতি প্ৰভাষক মোঃ আইয়ূব আলীর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, কমান্ডেন্ট ডাঃ আবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক এসোসিয়েশন সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরু, বিশিষ্ট সাংবাদিক অভিজিত্ ভট্টাচার্য্য।
এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সন্মানিত শিক্ষা উপদেষ্ঠা জনাব আরজু মিয়া।
উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্ৰতিষ্ঠানের প্ৰধান, শিক্ষক, আভিভাবকবৃন্দ ও বৃত্তিপ্ৰাপ্ত ছাত্ৰছাত্ৰীরা।
প্ৰধান অতিথি কৃতি একশত পঞ্চাশ জন ছাত্ৰছাত্ৰীদের মাঝে ক্ৰেস্ট ও সার্টিফিকেট প্ৰদান করেন।