হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ কারাগারের নুর আলম (৪০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টা ১০মিনিটে অসুস্থ অবস্থায় নুর আলমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নুর হোসেন মাধবপুর উপজেলার জয়নগর গ্রামের আব্দুল হকের ছেলে।
হবিগঞ্জ কারাগারের জেলার শামীম রহমান জানান, নুর আলম নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে আরেকটি মামলা ছিলো।
তিনি আরো জানান, সকালে নুর হোসেন বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ সদর আধুনিক নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।