শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরান বাজারে এক অভিযান চালায়।
এ সময় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনোরঞ্জন দাস (৪০) কে গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জ পৌরএলাকার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের মৃত গদাচরন দাসের ছেলে। অপরদিকে চোলাই মদসহ এক মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।শায়েস্তাগঞ্জে পুরাসুন্দা-লাদিয়া সড়ক থেকে ৫লিটার চোলাইমদ সহ বাবুল মিয়া (৪০) নামে এক মাদক ব ̈বসায়ীকে গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের পূর্ব নোয়াগাও গ্রামের রমিজ আলীর ছেলে।