নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ করগাঁও পাঞ্জারাই গুমগুমিয়া স্ট্যান্ডে সিএনজি গাড়ি আটকিয়ে যাত্রীদের লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই সময় যাত্রীদের মালামাল লুটসহ ব্যাপক চাঁদাবাজি করেছে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের কতিপয় যুবক। এ ব্যাপারে স্ট্যান্ড ম্যানেজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, সম্প্রতি তুচ্ছ ঘটনা নিয়ে সিএনজির দুই চালকের মধ্যে ঝগড়া বাঁধে। এ নিয়ে সিএনজি শ্রমিকরা দুই গ্র“পে বিভক্ত হয়ে পড়ে। এক গ্র“পের সিএনজি শ্রমিকরা পূর্বের স্ট্যান্ড থেকে প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে যাতায়াত করতে থাকে। কিন্তু পৌর এলাকার গন্ধা গ্রামের ৪/৫ জন সিএনজি শ্রমিক তাদের আধিপত্য বিস্তারের জন্য ওই গ্রামের কতিপয় যুবকদের নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার রাস্তার সামনে কয়েকটি সিএনজি আটক করে চালক ও যাত্রীদের লাঞ্ছিত করে। অভিযোগ ওই সময় যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেয়া হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় সিএনজি চালক ওমর, আরশ আলী, বাছিত মিয়া, বাবুলসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় স্ট্যান্ড ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দিলে থানার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি দেখে ওই যুবকরা পালিয়ে যায়।